আগের পোষ্টে আপনারা দেখেছেন কিভাবে নেটেলার একাউন্ট খুলতে হয়, আশা করি ইতিমধ্য আপনারা অনেকে নেটেলার একাউন্ট খুলেছেন, এখনো যারা খুলেন নাই বা খুলবেন বলে ভাবছেন এখানে ক্লিক করে খোলে নিতে পারেন। এই পোষ্টে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে নেটেলার একাউন্ট ভেরিফাই করবেন, আমাদের আর্টিকেল গুলো যারা একদম নতুন তাদের কথা মাথায় রেখে লেখা।নেটেলার একাউন্ট ভেরিফাই করতে কি কি লাগবে এটা আমরা নেটেলার একাউন্ট রেজিস্ট্রেশন পোষ্টে আলোচনা করেছি, পোষ্টটি যদি মিস করে থাকেন এখানে ক্লিক করে দেখে নিন, কারন আপনার একাউন্ট জামেলা ছাডা ভেরিফাই করতে নির্ভুল ভাবে নিবন্ধন প্রয়োজন। রিসেন্টলি নেটেলার ভেরিফিকেশনে নতুন নিয়ম এসেছে,এতে আপনার নেটেলার একাউন্টও অনেক নিরাপদ থাকবে এবং এড্রেস ভেরিফিকেশন করতে সহজ হবে আর এড্রেস ভেরিফাই করতে ডকুমেন্ট জমা দেওয়ার দরকার পডবেনা। কথা না বাডিয়ে চলুন শুরু করি।আপনার নেটেলার একাউন্ট ভেরিফাই শুরু করতে প্রথমে আপনার একাউন্ট লগইন করুন, ডানে Account Overview তে ২নং এ দেখতে পাবেন Account Status:Unverified . Unverified এ ক্লিক করুন। অনেক সময় আপনার একাউন্ট লগইন করলেই উপরে নোটিফিকেশন দেখাবে, অথবা সেটিং থেকেও ভেরিফাই স্টার্ট লিংক পাবেন।
নেটেলার নিয়ম অনুযায়ী নতুন একাউন্ট ভেরিফাই এর পুর্বে মিনিমাম টাকা (USD) লোড করতে হবে।নেটেলার টু নেটেলার মিনিমাম 5$ ট্র্যান্সফার হয়, আর স্ক্রিল থেকে মিনিমাম 0.01$ আপলোড করা যায়, কিন্তু আপনাকে ভেরিফাই করতে মিনিমাম 0.20$ আপলোড করতে হবে। কিভাবে স্ক্রিল থেকে নেটেলারে আপলোড করবেন জানতে এই লিংকে ক্লিক করুন। আপনার আপলোডের প্রয়োজন হলে Go to deposit এ ক্লিক করুন।
আপনার আপলোড কমপ্লিট হলে ভেরিফাই এর পরবর্তি স্টেপে দেখতে পাবেন, Verify with facebook । আপনি যদি চান নেটেলার একাউন্টে আপনার ফেসবুক একাউন্ট কানেক্ট করবেন তাহলে Verify with facebook এ ক্লিক করুন, এটা বাধ্যতা মুলক নয়। কানেক্ট করলে মনে রাখবেন আপনার ফেসবুক একাউন্ট যেন ফেক না হয় আর আপনার ডকুমেন্টের সাথে ফেসবুকের তথ্য একই হয়। কারন প্রয়োজনে নেটেলার আপনার ফেসবুকের প্রোফাইল তথ্য যাচাই করলে যাতে ঠিক থাকে। কানেক্ট না করতে চাইলে No thanks এ ক্লিক করে পরের স্টেপে যান।
নেটেলার একাউন্ট ভেরিফাই এর চতুর্থ স্টেপে Verify your account পেজে দুটি অপশন দেখতে পাবেন, Download our mobile app এবং Take and upload webcam photos. আপনি চাইলে নেটেলার মোবাইল Application ডাউনলোড করে ভেরিফাই করতে পারেন। অথবা Take and upload webcam photos দিয়ে সামনের স্টেপে যান। Take and upload webcam photos এ ক্লিক করুন।
পঞ্ঝম স্টেপে আপনার একাউন্ট ভেরিফাই এর জন্য ডকুমেন্ট সিলেক্ট করুন,আপনি Passport, Driving license, Identity card যেটা দিয়ে ভেরিফাই করতে চান সেটার উপর ক্লিক করুন।
এবার আপনি আপনার ডকুমেন্ট জমা দেওয়ার পদ্ধতি নির্বাচন করুন। আপনি যদি চান এই মুহুর্তে সরাসরি তাদেরকে ছবি তুলে দিবেন তাহলে Take Photo তে ক্লিক করুন, আর যদি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে জমা দিতে চান তাহলে Upload file এ ক্লিক করুন, তবে আপনার ডকুমেন্ট যদি কাছেই থাকে তাহলে Take Photo দিয়ে ছবি তুলে দিন। আমরা আপনাদের দেখানোর সুবিদার্থে Upload file দিয়ে জমা দিচ্ছি।
আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি তাই আমাদের ফ্রন্ট আর বেক সাইডের দুটি ফাইলই জমা দিতে হবে।ড্রাইভিং লাইসেন্সও একই শুধু পাসপোর্ট এর সময় ফ্রন্ট পেজের ছবি দিলেই হবে। Upload file এ জমা দিতে Choose file এ ক্লিক করে আপনার ডিভাইসে থাকা আইডির কার্ডের সামনের ফাইলটি সিলেক্ট করে দিন।
আপনার দেওয়া ছবিটা চেক করার জন্য প্রিভিউ দেখতে পাবেন। সব ঠিক থাকলে Confirm এ ক্লিক করুন।
আবার Choose file এ ক্লিক করে আপনার আইডি কার্ডের পিছন সাইডের ছবিটা সিলেক্ট করে দিন।
একই ভাবে আবার আপনার আইডি কার্ডের প্রিভিউ দেখতে পাবেন,ভুল হলে সংশোধন করে নিতে পারেন, আর ঠিক থাকলে Confirm এ ক্লিক করে পরে স্টেপে যান।
এখন আপনি যে ডকুমেন্টটা তাদের কাছে জমা দিয়েছেন এটা ভেরিফাই করার জন্য তারা আপনার মুখের ছবি নিবে। কারন আপনি চাইলে যাতে অন্য কারো ডকুমেন্ট দিয়ে আইডি করতে না পারেন তাই নেটেলার কিছু দিন পুর্বে এই নিরাপত্তা ব্যাবস্তা বাডিয়েছে। যদিও এটা আপনার একাউন্টকে বেশি সুরক্ষা দিবে। Continue ক্লিক করুন।
আপনার সেল্পির ডিপ এনালাইসিসের জন্য আপনাকে আপনার ক্যামরার স্থানটা সঠিক রাখতে হবে। যেমন আপনার ক্যামরা বা ওয়েবক্যাম যদি আপনার ডিভাইসের একপাশে থাকে তাহলে সেটা মাঝখানে সেট করুন। যদি আপনার ওয়েবক্যাম মাঝখানে রাখা সম্বভ না হয় তাহলে ছবি তুলার সময় আপনি ক্যামরার ঠিক সামনে দাডাবেন/বসবেন । মোবাইলে এই অপশনটা থাকবেনা। Continue ক্লিক করুন।
যদি আপনার কম্পিউটারে ওয়েবক্যাম না থাকে তাহলে এই তিনটা অপশন দেখতে পাবেন। (১) Send link by email (২) Copy link (৩) Scan QR Code ছবি তোলার জন্য আপনার অন্য কম্পিউটার বা মোবাইল যাতে ব্যাবহার করতে পারেন এবং সেই ডিভাইসে লিংক পাঠানোর জন্য এই তিনটা অপশন। Send link by email এই টেবে আপনার ইমেইল এড্রেস দিয়ে Send এ ক্লিক করুন (যেকোন ইমেইল এ পাঠাতে পারেন)।তারপর ওই ইমেইল থেকে পাঠানো লিংকটাতে ক্লিক করুন, তাহলে আপনার মুখের ছবি তুলার জন্য ক্যামরা অন হবে। অথবা দুই নং থাকা লিংকটা কপি করে নিয়ে Messenger, Whatsapp, Imo তে Send করে ওপেন করলেও ভেরিফিকেশনের অপশন চালু হবে,অথবা আপনার কাছে QR Code Scanner থাকলে Scan করেলেও ভেরিফিকেশন চালু হবে। ছবি তোলার জন্য আপনাকে কোন বাটনে ক্লিক করতে হবেনা, আপনি আপনার ফেস একোরেট ভাবে ধরলে অটো কেপ্সার হয়ে যাবে। আর্টিকেলের বাকি অংশ সিগ্রিই আসছে>>>