নেটেলারের মত স্ক্রিলও পেসেফ কোম্পানির একটি জনপ্রিয় অনালাইন পেমেন্ট মেথড, তবে স্ক্রিল অনলাইন বেটিং আর ফরেক্সের পাশাপাশি অনেক ফ্রিল্যান্সারাও স্ক্রিল ব্যাবহার করে থাকেন। স্ক্রিল ব্যাবহার কারির একটা বড সুবিধা হল স্ক্রিলে অনেক ছোট এমাউন্টও ট্রাঞ্জেকশন করা যায়। অনলাইনে বহু বিশ্বস্ত পেমেন্ট মেথড থাকলেও বাংলাদেশে নেটেলার এবং স্ক্রিলই বেশি জনপ্রিয়। এবং এই দুইটা একাউন্ট থেকে সহজে বাই/সেল করা যায়। আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন, অনলাইনে এবং পরিচিত কারো থেকে আইডি নিয়ে প্রতারিত হয়েছেন। তাই যারা নতুন করে স্ক্রিল একাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানা নেই, তাদের জন্য আমাদের এই পোষ্টটি। আমাদের এই পোষ্টে দেখবেন নিজেই কিভাবে স্ক্রিল একাউন্ট খুলবেন কারো সহযোগিতা ছাডাই। চলুন শুরু করি
স্ক্রিল পরিষেবার বাইরে দেশ সমূহ
আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বার্বাডোস, বেনিন, বুর্কিনি ফাসো, কেপ ভার্দে, কমোরোস, ক্রাইমিয়া, কুবা, জিবুতি, ইরিত্রিয়া, ফারো দ্বিপপুঞ্জ, ফ্রেসি পলিনেশিয়া, গাম্বিয়া, গ্রীনল্যাণ্ড, গ্রেনাডা, গুয়াডেলোপ, গায়ানা, ইরান, ইরাক, জাপান, কিরগিজস্তান, লও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, লিবিয়া, ম্যাকাও, মার্টিনিক, নামিবিয়া, নিউ কালেডোনিয়া, নাইজার, উত্তর কোরিয়া,পালাউ, রিউনিয়ন, সামোয়া, সুদান (উত্তর ও দক্ষিণ), সুরিনাম, সিরিয়া, তাজিকস্থান, তুর্কমেনিয়া
স্ক্রিল একাউন্ট খুলার পুর্বে প্রস্তুতি
স্ক্রিল একাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার বয়স আটার বা তার উর্ধে হতে হবে।এ ছাডাও আপনার স্ক্রিল একাউন্ট খুলতে আপনার কি কি প্রয়োজন হবে তা নিন্মে উল্লেখ করা হল
১। একটি পারসোনাল ইমেইল একাউন্ট
২। একটি ইন্টারনেট সমৃদ্ধ কম্পিউটার বা স্মার্ট ফোন
৩। পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/এনআইডি কার্ড (এর যে কোন একটি)
৪। এড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট (যেমন ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল ইত্যাদি)
কিভাবে স্ক্রিল একাউন্ট খুলবেনস্ক্রিল একাউন্ট খোলা আপনাকে দুটি ধাপে সম্পন্ন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন বা নিবন্ধন দ্বিতীয়ত ভেরিফিকেশন। প্রথম ধাপ রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে স্ক্রিল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন বা https://account.skrill.com/wallet/account/sign-up এই লিংকে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন পেজ ওপেন হবার শুরুতে প্রথম লাইনে আপনার নামের প্রথম অংশ পরে দ্বিতীয় অংশ, তার নিচের লাইনে আপনার দেশ এবং মুদ্রা সিলেক্ট করুন। যেমন আপনার জাতীয়তা বাংলাদেশি হলে বাংলাদেশ, এবং মুদ্রা USD সিলেক্ট করুন (যেহেতু টাকার অপশন নাই)। তৃতীয় লাইনে আপনার ব্যাক্তিগত ইমেইল এবং শেষের লাইনে একটি আপনার স্ক্রিলের জন্য পাসোয়ার্ড দিয়ে Register বাটনে ক্লিক করুন।
এই পেজে আপনার স্ক্রিল একাউন্ট কোন পারপাসে ব্যবহার করবেন উল্লেখ করতে হবে। যেমন ধরুন আপনি যদি অনলাইন বেটিং রিলেটেড ট্রাঞ্জেকশন বেশি করেন তাহলে bet, gamble, play game online এই অপশনে ক্লিক করুন। যদি আপনি ফরেক্স মার্কেটে লেনদেন করেন তাহলে Trade on forex market এ ক্লিক করুন। যদি আপনি বেটিং, ফরেক্স অভয়ই করেন তাহলে তারমধ্য যেটাতে বেশি লেনদেন করবেন বলে মনে হয় সেটা সিলেক্ট করুন।
আপনার সিলেক্টেড অপশনটি কনফার্ম করতে আরেকটি পেজ ওপেন হবে, সঠিক হলে Get started এ ক্লিক করুন।
আপনার নতুন স্ক্রিল একাউন্ট খুলতে মিনিমাম কিছু ডলার ডিপোজিট করতে হবে,আপনার ডিপোজিট অপশনটি সিলেক্ট করুন।আমরা নেটেলার সিলেক্ট করেছি, যেহেতু আমরা নেটেলার থেকে ডিপোজিট করব। Deposit Now বাটনে ক্লিক করুন।
এটা যেহেতু আপনার নতুন একাউন্ট এবং ফাস্ট ডিপোজিট সেহেতু এখন আপনার বায়োডাটা ফর্ম পূরণ করতে হবে। উপরের ফর্ম লক্ষ্য করুন আপনাদের বুঝার সুবিধার্থে একটা সেম্পল ফর্ম পূরণ করা আছে। আপনার সকল তথ্য সঠিক ভাবে পূরণ করার পর Next এ ক্লিক করুন।
এই স্টেপে আপনার একাউন্টে সেট করার জন্য মোবাইল নাম্বার অথবা ইমেইলটি ভেরিফাই করতে হবে। ইতিমধ্য আপনার মোবাইল নাম্বারে স্ক্রিলের সার্ভার থেকে ৬ ডিজিটের একটা ভেরিফিকেশন কোড গেছে, কোডটি দিয়ে Verify এ ক্লিক করুন। অথবা আপনি চাইলে ইমেইল ভেরিফাই করেও পরের স্টেপে যেতে পারেন, সে ক্ষেত্রে ভেরিফাই বাটনের নিচে ডান পাশে থাকা Send code to email এ ক্লিক করুন।
আপনার ইমেইল চেক করুন, দেখবেন ইমেইল ভেরিফিকেশন নামে স্ক্রিলের সার্ভার থেকে ৬ ডিজিটের একটি কোড দেখতে পাবেন।
কোডটি দিয়ে Verify বাটনে ক্লিক করলে আপনাকে স্ক্রিল একাউন্ট খুলার পরের স্টেপে নিয়ে যাবে।
আপনার স্ক্রিল একাউন্টের জন্য ৬ডিজিটের একটি পিন সেট করুন। আপনার স্ক্রিল্ একাউন্টের ট্রানজেকশনের সময় এই পিন কোডটির প্রয়োজন হবে, তাই এটা সংরক্ষন করে রাখবেন। Save এ ক্লিক করুন।
এখানে আপনার ডিপোজিট এমাউন্টি বসান, নেটেলার থেকে সর্ব নিন্ম 1.1$ ডিপোজিট করতে হবে। Next এ ক্লিক করুন।
আপনার ডিপোজিট ট্রানজেকশন স্লিপ দেখতে পাচ্ছেন, আপনার ডিপোজিট এমাউন্ট প্লাস ফি। Confirm এ ক্লিক করুন।
আপনার নেটেলারের ইমেইল এড্রেস এবং নেটেলার সিকিউর আইডি দিয়ে Submit এ ক্লিক করুন।
আপনার ডিপোজিট সাকসেসফুল কফার্মেশন ম্যাসেজ দেখতে পাবেন। Go to Dashboard এ ক্লিক করে আপনার স্ক্রিল একাউন্টের ডেশবোর্ডে যান।
উপরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, এটা আপনার স্ক্রিল একাউন্টের ডেশবোর্ড। যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে বুজতে পেরেছেন কিভাবে স্ক্রিল একাউন্ট খুলবেন নিজে নিজেই কারো সজযোগিতা ছাডাই। আগেই বলেছি দুটি ধাপে আপনার স্ক্রিল একাউন্ট কমপ্লিট করতে হবে নিবন্ধন এবং ভেরিফিকেশন। আমাদের প্রথম ধাপটি কমপ্লিট হল, এখন বাকি ভেরিফিকেশন ধাপটি, যেটা আমরা পরের পোষ্টে দেখাব কিভাবে আপনার স্ক্রিল একাউন্ট ভেরিফাই করবেন।
আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে স্ক্রিল একাউন্ট খুলার সম্পুর্ন পক্রিয়া। যদি কোথাও কোন বিষয়ে বাদ পডে যায় বা আপনাদের কোন বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ